চাঁপাইনবাবগঞ্জ সদরে পার্চিং উৎসব উদযাপিত
অদ্য চাঁপাইনবাগঞ্জ সদরের ৪৩ টি কৃষি ব্লকে একযোগে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পার্চিং উৎসব উদযাপিত হয়েছে । বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লার মোড়ে আয়োজিত পার্চিং উৎসবের শুভ উদ্ভোবন করেন অত্র জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) জনাব ইয়াসিন আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজ ,কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারবৃন্দ । পার্চিং উৎসবে শতাধিক কৃষক উপস্থিত থেকে নিজ নিজ জমিতে পার্চিং করে এ উৎসবে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত উপপরিচালক (পিপি) ইয়াসিন আলী বলেন ,ধানের জমিতে ডালপালা, কঞ্চি ইত্যাদির সহায়তায় পার্চিং করে পাখি বসার ব্যবস্থা করে দিলে জমির ৬০% পূর্নাঙ্গ ও কীড়া পোকা দমন করা সম্ভব। এতে জৈবৈক ভাবে পোকা দমন হবে এবং কীটনাশক কম ব্যবহার করা লাগবে। এভাবে পোকা দমনে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় যেমন কমবে তেমনি জৈবিক ভাবে পোকা দমন হওয়ায় ধানের নিরাপদ উৎপাদন সুনিশ্চিত হবে। উপজেলা কৃষি অফিসার তাঁর বক্তব্যে বলেন, এবারে অত্র উপজেলায় ১১,৮৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সকল জমিতে শতভাগ পার্চিং নিশ্চিত করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে । এ লক্ষ্যে ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৪৩ টি ব্লকে এই পার্চিং উৎসব করার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে সকল বোরো জমিতে পার্চিং নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস