গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।
স্মারক নং- তারিখঃ ১৬/০৫/২০১৯
বিষয় ঃ নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প খরিপ-২/২০১৮-১৯ মৌসুমের কৃৃষক প্রশিক্ষণ সিডিউল প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প খরিপ-২/২০১৮-১৯ মৌসুমে প্রতি ০১ (এক) দিনের কৃষক প্রশিক্ষণ সিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে
মোট ব্যাচ সংখ্যা: ৯ টি (প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী ২৫ জন) সময়: সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত
সম্বাব্য তারিখসমুহঃ-
২৩/০৫/২০১৯- - ২ ব্যাচ, ২৫/০৫/২০১৯-- ২ ব্যাচ, ২৬/০৫/২০১৯- - ২ ব্যাচ, ২৭/০৫/২০১৯- ১(এক) ব্যাচ, ২৯/০৫/২০১৯- ২ ব্যাচ
স্থান ঃ ডিডিএই প্রশিক্ষণ হলরুম ও পুরাতন প্রশিক্ষণ হলরুম , চাঁপাইনবাবগঞ্জ ।
সময় প্রশিক্ষনের বিষয় প্রশিক্ষকগনের নাম ও পদবী প্রশিক্ষণ পদ্ধতি
০৯:০০-০৯: ৩০ নিবন্ধন ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ মোঃ বুলবুল আখতার, এসএএও, চাঁপাইনবাবগঞ্জ সদর -
০৯:৩০-১০:০০ উদ্বোধন উপপরিচালক/উপজেলা কৃষি অফিসার আলোচনা
১০:০০-১১.০০ উদ্যানতাত্ত্বিক ফসলের উৎপাদন প্রযুক্তি উপজেলা কৃষি অফিসার/অতিরিক্ত কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার
উপজেলা কৃষি অফিস, চাঁপাইনবাবগঞ্জ সদর আলোচনা ও প্রজেক্টরে প্রদর্শন
১১.০০-১২.০০ উদ্যানতাত্ত্বিক ফসলের রোগ বালাই দমনের জৈব ব্যবস্থাপনা উপ-পরিচালক/জেলা প্রশিক্ষন কর্মকর্তা/অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ আলোচনা ও প্রজেক্টরে প্রদর্শন
১২:০০-১.০০ ভার্মি কম্পোস্টের ব্যবহার ও মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা উপজেলা কৃষি অফিসার/অতিরিক্ত কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার
উপজেলা কৃষি অফিস, চাঁপাইনবাবগঞ্জ সদর আলোচনা ও প্রজেক্টরে প্রদর্শন
১.০০-২:০০ নামাজ ও মধ্যাহ্ন বিরতি
২:০০-৩.০০ ট্রাইকো কম্পোস্টের ব্যবহার ও মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা উপ-পরিচালক/জেলা প্রশিক্ষন কর্মকর্তা/অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ আলোচনা ও প্রজেক্টরে প্রদর্শন
৩.০০- ৪.০০ গুড এগ্রিকালচারাল প্রাকটিস উপজেলা কৃষি অফিসার/অতিরিক্ত কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার
উপজেলা কৃষি অফিস, চাঁপাইনবাবগঞ্জ সদর আলোচনা ও প্রজেক্টরে প্রদর্শন
(ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজ)
উপজেলা কৃষি অফিসার
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ
অনুলিপি: সদয় অবগতি-
১। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপইনবাবগঞ্জ।
২। অতিরিক্ত উপপরিচালক, শস্য/উদ্ভিদ সংরক্ষণ/উদ্যানতত্ত্ব
৩। অফিস নথি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস